হবিগঞ্জে গুলিবিদ্ধরা সিলেটে, শয্যাপাশে দলের নেতারা
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জে পুলিশের গুলিতে গুরুতর আহতদের চিকিৎসার জন্য রাতে সিলেটে স্থানান্তর করা হয়েছে।সিলেটের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন আহতদের দেখতে যান মহানগর বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় তারা বলেন, হবিগঞ্জে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সরকারের পেটুয়া বাহিনী। এমন জঘন্য হামলার ফয়সালা রাজপথেই হবে।
বুধবার রাতে সিলেটে নিয়ে আসা আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমদ রিঙ্গন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ হৃদয়, আজমিরিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, যুবদল নেতা আব্দুল করিমসহ আরো কয়েকজন।
সিলেটে চিকিৎসাধীনদের দেখতে যান, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, ছাত্রদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ টিপু ও মহানগর বিএনপি নেতা মনজুর হোসেন মজন।
এদিকে, আহত হয়ে সিলেটে আসা নেতা-কর্মীদের চিকিৎসার সার্বিক তদারকি করছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।
অপরদিকে হবিগঞ্জে পুলিশের গুলির প্রতিবাদে বুধবার রাত ৯টায় সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদল। জিন্দাবাজার পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমদ চৌধুরী। পরিচালনা করেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।
বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম,আজহার আলী অনিক, সাবেক ছাত্রদল নেতা ফাহিম আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আদিল আহমদ রিমন, জামাল আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ রনি, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, বিশ্বজিৎ দেব শেখর, আশিকুর রহমান তারেক, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইব আহমদ, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল।
মহানগর ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানি আহমদ চৌধুরী, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফ আহমদ নাহিদ, জেলা ছাত্রদলের সহ-সমবায় সম্পাদক আমজাদ আলী ফাহিম, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সবুজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক আবু সালেহ, যুগ্ম আহবায়ক আলী হোসেন সুমন, ছাত্রদল নেতা একরাম হোসেন, হেলিম হোসেন, হারুন মিয়া, আরিফুল হক রনি ও আব্দুস সালাম আজাদ।