সিলেট বিভাগে শ্রেষ্ঠ গোলাপগঞ্জের ইউএনও গোলাম কবির
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২১, ৬:৩১ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মানবাধীকার রক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক সিলেট বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মনোনীত হয়েছে।
গত মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মুল্যবোধ শীর্ষক অনুষ্ঠানে তার হাতে সম্মননার ক্রেষ্ট তুলে দেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া।
এছাড়াও সিলেটে বিভাগের শ্রেষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।
এ অনুষ্ঠানে ভার্চুয়ালীভাবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির বলেন, আমার এই প্রাপ্তি গোলাপগঞ্জ উপজেলার কর্মস্পৃহাকে আরও গতিশীল করবে। এ পুরস্কার আগামীতে আরও ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও আমায় সকলেই এভাবে সাহায্য ও সহযোগিতা করবেন।