শ্রীমঙ্গলে নির্বাচনী আচরনবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২১, ৬:২৭ অপরাহ্ণ
মো.আল-আমিন, শ্রীমঙ্গল প্রতিনিধি:
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে উপজেলার প্রতিদ্বন্ধি প্রার্থীগণের সাথে নির্বাচনী আচরনবিধি অবহিতকরণ ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা জেলা পরিষদ অডিটরিয়ামে বিকেল ৩ ঘটিকায় অনুষ্টিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা তপন জ্যেতি অসীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এডিএম নিলুফার ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রসিদ তালুকদার, বড়লেখা উপজেলার নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল কবীর, বিআরডিবি কর্মকর্তা সজল চন্দ্র সূত্রধর।
শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীগণ উপস্থিত ছিলেন।