গ্রীস, আলবেনিয়া ও মাল্টায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে মৌলভীবাজার পৌরসভার সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২১, ১:৪৭ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কৃতি সন্তান এবং মাল্টা, আলবেনিয়া ও গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ’কে মৌলভীবাজার পৌরসভার পক্ষ হতে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সার্কিট হাউসে পৌর মেয়র মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং জেলা চেয়ারম্যান পরিষদ¡ মিছবাহুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরেল আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন শিক্ষাবিদ আব্দুল খালিক, ইমজার সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ সহ অন্যান্য অতিথিবর্গ। পরে সংবর্ধিত অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।