সিলেটে নিয়োগ দেবে ফুডপান্ডা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২১, ১১:১৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ক্লাস্টার কমার্শিয়াল ম্যানেজার।
পদের সংখ্যা: নির্ধারিত নয়।
আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস। যেকোনো বিষয়ে ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যেই ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কী অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট, পিপলস ম্যানেজমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, বিটুবি সেলস, ই-কমার্স অ্যান্ড এএফএস ইন্ডাস্ট্রিজ বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে।
কম্পিউটার চালনায় সক্ষমতা থাকতে হবে। বিশেষ করে জি সুইট বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। ডাটা ড্রাইভেন অ্যান্ড অ্যানালিটিকাল বিষয়ে জানাশোনা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগ পাওয়ার পরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২১।