সিসিক’র পানির বিল নিয়ে আন্দোলন জোরদার
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২১, ২:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের বর্ধিত পানির বিল নিয়ে আন্দোলন জোরদার হচ্ছে। ব্যক্তি পর্যায়ের আলোচনা সমালোচনা শেষে এখন এই আন্দোলন সংগঠিত হচ্ছে। ইতিপূর্বে কয়েকটি সংগঠনের প্রতিবাদ কর্মসূচি শেষ হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা।
নগরীর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে পানির বিল বৃদ্ধির প্রতিবাদে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু বর্ধিত পানির বিলের ব্যাপারে নগরভবন থেকে নতুন কোন সিদ্ধান্ত জানানো হয়েছে। এ অবস্থায় হঠাৎ করে কয়েকগুণ বিলবৃদ্ধির ব্যাপারে অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করেছে।
নগরীর ইলেক্ট্রি সাপ্লাই এলাকার মালিক মিয়া (৪২) একটি মেস চালান। নিজের বাসা ও মেসের পানির খরচ বাবদ আগে যে বিল আসতো গত কয়েক মাস থেকে তিনি তার অনেক বেশী বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন বলে জানালেন। এ অবস্থায় মেসের বোর্ডারের খরচ ও বাড়ছে। এই বাড়িতি খরচের কারণে ইতিমধ্যে তার ৭ কক্ষের মেসের তিনটি কক্ষ খালি আজ এক মাস থেকে। বোর্ডাররা কম খরচের মেসের খুঁজে চলে যাচ্ছেন।
তিনি আক্ষেপ করে বলেন, কোন আলাপ আলোচনা না করে হুট করে এতবেশী পানির বিলের বোঝা আমি টানতে পারছিনা।
তিনি আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বলেন, এই আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিতে হবে।
১৮ নম্বর ওয়ার্ডবাসীর স্মারকলিপি : সিলেট সিটি কর্পোরেশনের পানির বিল পুণঃবিবেচনার জন্য মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ১৮নম্বর ওয়ার্ডবাসী। রোববার (১৯ ডিসেম্বর) সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এই স্মারকলিপি দিয়েছেন তারা। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের পানির বিল নিয়ে মানুষ দিশেহারা। যে হারে পানির বিল বাড়ানো হয়েছে তা সাধারণ মানুষের পক্ষে পরিশোধ করা কষ্টসাধ্য। তাছাড়া করোনা ভাইরাসের কারণে দেশে এখন সংকট চলছে। এ অবস্থায় ওয়ার্ডের সাধারণ মানুষের কথা চিন্তা করে বর্ধিত পানির বিল প্রত্যাহারের আহŸান জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ১৮ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে ঝরণা তরুণ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক আহমদ, সদস্য সাজুওয়ান, মুরাদ আহমদ, কামরান আহমদ, শাহাদত আহমদ মাছুম, আব্দুর রহমান, মামুন আহমদ, আব্দুল আহাদ, মো. আব্দুল মতিন, মো. আশিক হোসেন, ডা. মোহাম্মদ জাকারিয়া, মো. মহসিন, মো. তারু মিয়া, একেএম. আলী আজগর, আব্দুস সাত্তার প্রমুখ।
১৭ নম্বর ওয়ার্ডে মতবিনিময় : এদিকে সিলেট সিটি কর্পোরেশনের অস্বাভাবিক ও অযৌক্তিকহারে পানির বিল বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে পানির বিল সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবিতে নগরীর ১৭ নং ওয়ার্ডের সবক’টি সামাজিক সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির ভবনের কনফারেন্সরুমে অনুষ্ঠিত সভায় সিটি কর্পোরেশনের কাছে স্মারকলিপি প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়। কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠন মোখলেছুর রহমান বাবলুর পরিচালনায় সভায় ওয়ার্ডবাসীর দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মো. রাশেদ আহমদ।
সভায় নিবন্ধনভুক্ত ক্লাব কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটি (কেডবিøউএস), অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার, আজাদী সমাজ কল্যাণ সংস্থা, বিহঙ্গ তরুণ সংঘ, অগ্রদূত ক্রীড়া চক্র, নিলয় সমাজ কল্যাণ সংস্থা, ওয়েভস সমাজ কল্যাণ সংঘ, জালালী সমাজ কল্যাণ সংস্থা, চতুরঙ্গ ক্রীড়া চক্র, সুরমা ইয়ুথ ভলান্টিয়ার গ্রæপসহ সকল সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে অবিলম্বে বর্ধিত বিল প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। পাশাপাশি নগরবাসীর ধৈর্য্য সীমার মধ্যে একটি নতুন বিল নির্ধারণের দাবি জানান মেয়রসহ সকল কাউন্সিলরদের কাছে।
সভায় উপস্থিত ছিলেন কামরান আহমদ কামাল, মো. আব্দুল আজিজ, আব্দুল মুমিন খান বাচ্চু, কামাল আহমদ চৌধুরী আলমগীর, হাবিবুর রহমান খছরু, সোলেমান খাঁন, আব্দুর রফিক, মো. রুহেল আহমদ, আবু আহমেদ, লাল মিয়া, মো. ফারুক খান, জুনেদ আহমদ, আব্দুল আহাদ এলিস, জামিল আহমদ, মোহাম্মদ আকবর, জাকারিয়া হোসেন, মনোয়ার বক্ত শাকিল, কার্নাজ রহিম জিহান, মিফতাহ উদ্দিন আহমদ মিয়াদ, ফয়সাল আহমদ, নাঈম আহমদ, অনিক, মন্তাজ হোসেন মুন্না প্রমুখ।