১১ মাসে রাজনৈতিক সহিংসতায় ১৩০ জনের প্রাণহানি, ৫৭ জনই আ’লীগের
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২১, ১:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৩০ জন। যার মধ্যে ৫৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক। আর এই ১১ মাসে আহত হয়েছেন ৮ হাজার ৫৯৪ জন।
রোববার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশ করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৬৮৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় নিহত ১৩০ জনের মধ্যে ৫৭ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক, রাজনৈতিক পরিচয়হীন ৫০ জন, চারজন বিএনপি’র নেতাকর্মী ও একজন সাংবাদিক।
আওয়ামী লীগের ৫৭ জনের মধ্যে ১২ জন অভ্যন্তরীণ সংঘর্ষে মারা যান। তাদের ৮ জন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে, একজন আওয়ামী লীগ-ছাত্রলীগের সংঘর্ষে এবং তিনজন যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।
আসক আরও বলেছে, চলতি বছরের জুনে শুরু হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছেন।।