রাজনগরের বালিগাঁওয়ে উদ্বোধন হলো দু’দিনব্যাপী বিজয় উৎসব
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২১, ৫:৪৮ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও এ উদ্বোধন হলো দু’দিনব্যাপী বিজয় মেলা ও লোকজ উৎসবের। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার এর আয়োজন করে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উৎসব উদ্বোধন করেন সাবেক জেলা কমান্ডার মো জামাল উদ্দিন এবং রাজনগর উপজেলার সাবেক কমান্ডার সজল কুমার চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন শহীদ দানু মিয়ার সন্তান আতাউর রহমান মধু, পাঠাগারের পরিচালক আব্দুল হান্নান, মহিদুর রহমান, তুহিন জুবায়ের।
উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধের বিভিন্ন উপকরণ নিয়ে গ্রামের ছোট বড় পাঁচ শতাধিক লোকের অংশগ্রহণে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি গ্রামের মেঠোপথ ধরে পুরো গ্রাম প্রদক্ষিণ করে।
বালিগাও একটি প্রাচীন জনপদ। এই গ্রামেরই সন্তান ছিলেন দানু মিয়া। মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকারদের সহায়তায় পাকবাহিনী তাকে হত্যা করে। গ্রামের তরুণরা শহীদ দানু মিয়ার নামে একটি পাঠাগার গড়ে তোলে। সেই দানু মিয়া ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে দেড় যুগ ধরে এ উৎসব হয়ে আসছে। মুক্তিযুদ্ধভিত্তিক গান, নাচ ও গ্রামীণ খেলাধুলায় আবহমান বাংলার চিরায়ত রূপের এ এক জীবন্ত প্রতিচ্ছবি এ উৎসব।
আয়োজনে রয়েছে, বিজয় র্যালী, গ্রামীন বিলুপ্তপ্রায় খেলাসহ ৩০টি খেলাধুলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পথ নাটক, মুক্তিযুদ্ধের ডকুমেন্টরী-সিনেমা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীন মেলা, আলোচনাসভা।
আয়োজনের দ্বিতীয় দিন রোববার প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান উপস্থিত থাকার কথা রয়েছে।