জীবনের প্রথম সংবর্ধনা পেয়ে আবেগআপ্লুত বীর মুক্তিযোদ্ধারা
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২১, ৪:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসে যুবলীগের উদ্যোগে এমন সংবর্ধনা প্রাপ্তি বিরাট অর্জনের এবং সাফল্যর আবেক তাড়িত কন্ঠে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরী বলেন,’আজকের এই আনন্দ আমার চোখে জল এনে দিলো’। বিশেষ করে আমার দেশ প্রেমের দায়বোধ আরো শাণিয়ে দিলো সিলেট জেলা যুবলীগ।তাদের এই উদ্যোগ দেশের অপরাপর রাজনৈতিক যুব সংগঠনগুলো অনুসরন করা উচিত।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ঐতিহাসিক ক্বীন ব্রীজের পাশে এসংবর্ধনা দেয়া হয়।এছাড়াও ছিন্নমূল মানুষদের মধ্যে ৩ শতাধীক রান্না করা খাবার বিতরণ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ২ শতাধীক শীতবস্ত্র বিতরণ করা হয়।
মহান বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা দেরকে সংবর্ধনা দেয়া হয়।
এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বিএনপি জোট সরকারের আমলে জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের অবজ্ঞা করা হয়েছিলো, অবহেলা করা হয়েছে। তাদের সামান্যতম সম্মানটুকুও দেওয়া হয়নি।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির এ বীর সন্তানদের ন্যায্য সম্মান ও মর্যাদা দিয়েছেন। তাদের সম্মানীও বাড়িছেন। সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান,যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আনোয়ারুজ্জামান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
সংবর্ধিত মু্ক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, আনোয়ার হোসেন,নাথুরাম বণিক,বশির আহমদ,আতিক আহমদ চৌধুরী।
অনুষ্টান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যে ‘বিজয় উৎসব ‘পালন করে জেলা যুবলীগের নেতৃবৃন্দ।