বিজয়ের ৫০বৎসর পূর্তিতে মৌলভীবাজার পৌরসভার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২১, ৪:০৮ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবসের গৌরবোজ্বল ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের মেয়রচত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী, মুক্তিযোদ্ধের ৫০ বৎসরে, শিশু দের জন্য জ্ঞান ভিত্তিক মুক্তিযুদ্ধের চেতনার ও জাতির জনকের জীবনের আন্দোলন সংগ্রামের ইতিহাস নিয়ে প্রশ্ন উওর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও রাজনগর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,জেলা নাট্য পরিষদ সভাপতি আব্দুল মতিন।
এসময় কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, নাহিদ হোসেন,সৈয়দ সেলিম হকসহ মহিলা কাউন্সিলর ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।