শ্রদ্ধা আর নানা আয়োজনে মৌলভীবাজারে বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২১, ১০:২৩ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবসের সকালে মৌলভীবাজার শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণ। কেউ আসছেন ফুলের তোড়া নিয়ে কেউ দল বেঁধে। কারো হাতে ফুল, কারো মুখে আবার দেশের গান।
বৃহস্পিতবার (১৬ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
জেলার কুলাউড়া, শ্রীমঙ্গল,কমলগঞ্জ,বড়লেখা, রাজনগর ও জুড়ীয় সর্বস্তরের মানুষ, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বর্ণাঢ্য আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করেছেন।
মৌলভীবাজার শহরের ভোরে সূর্যদয়ের সাথে সাথে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ, মৌলভীবাজার অন লাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি ,সাবেক বিট্রিশ কাউন্সিলর এম এ রহিম (সি আই পি),যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা শারমিন, জেলা যুবলীগের সভাপতি নাহিদ হোসেন,জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
এছাড়াও শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, বন বিভাগ, জেলা ছাত্রলীগ, জেলা শিশু একাডেমী, আওয়ামীলীগ ও বিএনপির অংঙ্গ সংগঠন, জেলা যুবলীগ, সরকারী-বেসরকারী, ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ স্কুল-কলেজের শিক্ষর্থীরা।
এ ছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও জেলার সাতটি উপজেলা প্রশাসন। কুলাউড়া পৌরসভা চারদিনের বিজয় মেলার আয়োজন করেছে।