দেশে ফিরলেন শফিক চৌধুরী, বিমানবন্দরে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২১, ৩:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
প্রায় তিন সপ্তাহের সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
বিমানবন্দরে দলীয় নেতা-কর্মীরা শফিকুর রহমান চৌধুরীকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সায়ফুল আলম রুহেল, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ঝলক পাল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম রাশেদ, যুবলীগ নেতা দিলদার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আজ মহান বিজয় দিবস। বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। বিজয়ের ৫০তম বছর পূর্ণ হলো আজ। এ দিনে সিলেটবাসীসহ সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে ওঠছে। দেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে আমাদের সবাইকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ-বিদেশে যে ষড়যন্ত্র চলছে, তা মোকাবেলায় সজাগ থাকতে হবে।’
প্রসঙ্গত, যুক্তরাজ্য সফরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক আয়োজনে যোগ দেন শফিকুর রহমান চৌধুরী।