ব্যতিক্রমী আয়োজনে বিজয় দিবস পালন করবে সিলেট জেলা যুবলীগ
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২১, ১০:৫২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ডিসেম্বর মাস বাঙালি জাতির বিজয়, অহংকার ও গৌরবের মাস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রম আর আত্মত্যাগে পরাধীনতার শিকল ভেঙ্গে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয়েছিল মহান স্বাধীনতা।
মহান বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে ব্যতিক্রমী কর্মসূচী গ্রহণ করেছে।
বিজয় দিবসের দিন সকাল ১০টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে সমবেত হয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কর্তৃক জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে পরিচালিত শপথ অনুষ্ঠানে অংশগ্রহণে অংশগ্রহণ করবে যুবলীগ। পরদিন ১৭ ডিসেম্বর বিকাল ৪টায় ছিন্নমূল মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, সন্ধ্যা ৬টায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ, সন্ধ্যা ৭টায় ঐতিহাসিক ক্বীন ব্রীজের পাশে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও রাত ৮টা থেকে ঐতিহাসিক ক্বীন ব্রীজের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘বিজয় উৎসব’ পালন করা হবে।
উক্ত অনুষ্ঠানে যুবলীগ নেতৃবৃন্দসহ সবাইকে উপস্থিত থাকার আহ্বান করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।