সিলেটে বিজয় উৎসব শুরু
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট আয়োজিত বিজয়ের ৫০ বছরে, বিজয় দিবস ২০২১ উপলক্ষে অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে উচ্চারিত হয় ৫০ বছরে গৌরবোজ্জ্বল বাংলাদেশের ইতিহাসের কথা। আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় করা হয়।
বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর গৌরবোজ্জ্বল দিনগুলোকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে জনমানুষের কাছে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় সিলেট কেন্দ্রিয় শহিদমিনার প্রাঙ্গনে অনুষ্ঠান শুরু হয় বুধবার বিকেল ৪টায়।
বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গ্রীণ ডিজঅ্যাবল ফাউন্ডেশন, থিয়েটার মুরারী চাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সিলেট বিভাগ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদ, নাট্য নিকেতন সিলেট, নাট্যালোক সিলেট (সুরমা), এমকা সিলেট ও ঊষা সাংস্কৃতিক সংগঠন।
সিলেট কেন্দ্রিয় শহিদমিনারে শিশু-কিশোর সহ নানান বয়সের মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিজয়ের অনুষ্ঠান।