বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজারে আতশবাজি উৎসব
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২১, ১১:০৫ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
নানা রঙে ফানুসগুলো রাতের আকাশে বর্ণিল আলোর ছটা ছড়িয়ে উড়ে উড়ে দূর আকাশের দিকে ছুটে যাচ্ছে। বাংলাদেশের বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে এ এক অন্য রকমের অনুভুতি যা অনেকটা অব্যক্ত। রঙ্গিন ফানুসগুলো যেন ছুটে চলেছে বীর মুক্তিযোদ্ধের জানান দিতে ‘আমরা তোমাদের ভুলবো না..’
স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তিতে জেলা পরিষদ আয়োজন করছে আতশবাজি উৎসব। বুধবার ১৫ ডিসেম্বর রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আকাশে ফানুস উড়িয়ে সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ।
এ উৎসবে সামিল হন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সেখানে দর্শনার্থীর উচ্চস্বরে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
রেড ক্রিসেন্ট সদস্য ও নারী শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ আতশবাজিতে মেতে ওঠে। আতশবাজির শব্দে চারদিক মূখর হয়ে ওঠে। আগত হাজারো বাঙালির কন্ঠে ধ্বনিত হয় ‘জয় বাংলা বাংলার জয়’।