মৌলভীবাজারে বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে চিত্রাঙ্কন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২১, ৮:১৩ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে ব্যতিক্রমী ছবি আঁকার আয়োজন করেছে জেলা প্রশাসন। বুধবার মৌলভীবাজার স্টেডিয়ামে দশ জন মুক্তিযোদ্ধা ও পঞ্চাশ জন শিশু এই ছবি আঁকায় অংশ নেয়। এসময় শিশুরা দেয়ালে রঙতুলি দিয়ে জাতীয় পতাকা, বিদ্যালয়, গ্রামসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি আঁকে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে ছোট আকারে এই আয়োজন করা হয়েছে। এটির লক্ষ্য হলো বতর্মান প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ে পরিচিত করা। যাতে এই প্রজন্ম আমাদের গর্বের এই বিষয়গুলো জানতে পারে।