সিলেটের প্রথম মুসলমান বুরহান উদ্দিন (র.) মাজারের বার্ষিক উরুস এবার হচ্ছে না
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২১, ১১:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের প্রথম মুসলমান হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (র.) এর আগামী ১৯ ২০ ও ২১ তারিখের বার্ষিক উরুস শরীফ এবার হচ্ছে না। মাজারের খাদেম আতাউর রহমান মতোয়াল্লী এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, উরুসের প্রস্তুতি হিসেবে প্রশাসনের কাছে অনুমতি চাইলে প্রশাসন কভিট-১৯ এর প্রাদুর্ভাবের কারণ দেখিয়ে এবারের উরুসের অনুমতি দেননি।
হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (র.) এর দেশ এবং বিদেশের সকল ভক্তবৃন্দ ও আশেকানদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা দুর দুরান্ত থেকে অযথা কষ্ট করে আসবেন না। আল্লাহর কাছে দোয়া করেন কভিড পরিস্থিতি ভাল হলে পরের বছর আবার উরুস শরীফে মিলিত হবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভাল রাখুন এই আশা রাখি।