জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটি-চাপায় প্রাণ গেল শ্রমিকের
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২১, ১০:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের জাফলংয়ে পাথর তুলতে গিয়ে গর্তে মাটিচাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম হযরত আলী (৩০)। তিনি উপজেলার আলীরগাঁও ইউনিয়নের তিতকুল্লী গ্রামের শহিদুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথর তুলতে ডাউকি নদীতে আসেন হযরত আলী। পাথর তুলতে পানির নিচে ডুব দিলে গর্তের উপর থেকে মাটি ধসে পানির নিচেই তিনি চাপা পড়েন তিনি। পরে কয়েকজন শ্রমিক মাটির নিচ থেকে হযরত আলীর লাশ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাথর তুলতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।