কুলাউড়ায় ৪দিন ব্যাপী বিজয়মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২১, ১০:০২ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সোমবার ১৩ ডিসেম্বর রাতে চারদিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। কুলাউড়া পৌরসভার আয়োজনে বিজয়মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
মেয়র সিপার উদ্দিন আহমদের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লা, থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরগণ।
বিজয় মেলার সমাপনী দিন মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর রাতে আনুষ্ঠানিক সমাপ্তি হবে। এছাড়া মেলায় প্রতিদিন রাতে দর্শকদের বিনোদনের জন্য থাকবে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান ও চ্যানেল আই ক্ষুদে গানরাজের মাহিম ও ঢাকা থেকে আগত চ্যানেল আই’র শিল্পী সাদিয়া লিজা ও কামরুজ্জামান রাব্বি এর পরিবেশনায় গান।