হাজী সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল স্থাপনের শুভ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২১, ৩:৩১ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাত্রীখোল গ্রামে টিউবওয়েল স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির জিলানী। সোমবার (১৩ ডিসেম্বর) টিউবওয়েল স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সদস্যবৃন্দ ও ভূনবীর ইউনিয়নের পাত্রীখোল গ্রামের বাসিন্দারা।
হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন,দরিদ্র অসহায় গ্রামের কিছু মানুষ পানির সংকটে ভুগছেন দীর্ঘদিন যাবত। তাদের কথা চিন্তা করে আমরা উপজেলার ভূনবীর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে টিউবওয়েল স্হাপন করবো বলে উদ্যাগ নিয়েছি। আজ টিউবওয়েল স্থাপনের প্রথম দিন ছিলো। আমাদের টিউবওয়েল স্থাপনা চলমান থাকবে। আগামী এক মাসের ভিতরে আমরা বাকি আটটি ওয়ার্ডে টিউবওয়েল স্থাপনা সম্পূর্ণ করবো বলে আশাবাদী।