বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারে বঙ্গবন্ধুর চিত্রকর্ম প্রদর্শনী ও বইমেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২১, ১১:০৩ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার বইমেলা ও বঙ্গবন্ধুর চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এই মেলা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।
শনিবার (১১ ডিসেম্বর) বিকালে পৌরসভা মেয়র চত্ত্বরে পৌর মেয়র মো: ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ,অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু ।
অনুষ্ঠানে বক্তব্যে রাখন সাবেক ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ তপু, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমিন । এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো: নাহিদ হোসেন, প্যানেল মেয়র আসাদ হোসেন মক্কু, কাউন্সিলর পার্থ সারথি পাল, কবি সাহিত্যিক সাংবাদিক নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীগণ।