সাগরেই গেল প্রাণ, ইউরোপ যাওয়া হলোনা ছাতকের মিশুর
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২১, ৩:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সাগরে নৌকা ডুবিতে ইউরোপের স্বপ্ন ধূলিস্মাত হলো ছাতকের এক যুবকের। পরিবারে এখন কান্নার রোল। মাহমুদ মিশু ছাতক পৌরসভার নোয়ারাই এলাকার অধিবাসী বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য আলকাছ আলীর ছেলে। পরিবারে স্বচ্ছলতা ফেরাতে তিনি কয়েক মাস আগে বিদেশে পাড়ি জমায়ন।
গত বুধবার (৮ ডিসেম্বর ) সাগরপথে মরক্কো থেকে স্পেন যাওয়ার পথে নৌকা ডুবিতে নিখোঁজ হন তিনি। শুক্রবার তার লাশ পাওয়া গেছে।
মাহমুদ মিশু খুব নম্র -ভদ্র ও অমায়িক স্বভাবের মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।