ঢাকা-সিলেট মহাসড়কে স্বামী-সন্তানের চোখের সামনেই লাশ হলেন হ্যাপি
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২১, ৩:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বোনের বাড়ি বেড়ানো শেষে নিজের বাড়ি ফেরা হল না হ্যাপি রানি দেব’র। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী ও শিশু সন্তানের সামনেই লাশ হলেন তিনি।
নিহত হ্যাপি রানি দেব চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকার রাজিব দেবের স্ত্রী।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় হ্যাপি ও তার স্বামী-সন্তানকে বহনকারী সিএনজি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয় একটি ট্রলি। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে গুরুতর আহত হন হ্যাপি, তার স্বামী রাজিব দেব ও ছেলে অনির্বাণ দেব।
হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হ্যাপিকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের স্বামী ও সন্তান গুরুতর অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে।