মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন’র উদ্যোগে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২১, ৯:৪৮ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন’র উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২১ পালিত হয়েছে আজ ১০ ডিসেম্বর। “সমতা ও বৈষম্যহীনতা মানবাধিকার অগ্রগতির মূলমন্ত্র” এই শ্লোগান নিয়ে বিকাল ৩ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয় (মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব) দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল, তৃণমূল নারী উদ্যেক্তা সোসাইটি (গ্রাসরুটস) জেলা শাখার সভাপতি ও সমাজকর্মী শ্যামলী সুত্রধর, সমাজসেবক তাজুল ইসলাম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, এ,বি,এল এ সভাপতি ও সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ তাওহীদ ইসলাম, আবু তালেব চৌধুরী, আব্দুর রহমান রহমত, লুৎফুল খবীর রাউফু, মোঃ সিফন মিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও আমাদের সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে, দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।