শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়ন আওয়ামিলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২১, ৯:৪৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজার শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নের সিন্দুরখাঁন বাজারে অদ্য রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন আওয়ামিলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামিলীগের সভাপতি জনাব অর্ধেন্দু কুমার দেব, ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ আছকির মিয়া, ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম আছিদ আলী এবং ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল-হেলাল।
এছাড়াও সিন্দুরখাঁন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল-হেলাল বলেন, আমি দূর্নীতি পছন্দ করিনা। ইউনিয়ন নেতা কর্মীরা অন্য ইউনিয়নের সাথে আমাদের ইউনিয়ন-কে তুলনা করেন এটা সত্যি দুঃখজনক।একটি ইউনিয়নে বরাদ্দ আসে সে এলাকার ভৌগলিক অবস্থা এবং কতজন জনসংখ্যা আছে তার উপর নির্ভর করে। তিনি আরও বলেন সিন্দুরখাঁন ইউনিয়ন সীমান্ত এলাকায় অবস্থিত। এই এলাকা দিয়ে দেশের বিভিন্ন জায়গায় নেশা জাতীয় দ্রব্য পাচার হয়। আমি চাইলে এসব ব্যবসায়ীদের সাথে জড়িত হয়ে কোটি কোটি ইনকাম করতে পারতাম। আল্লাহ আমাকে অনেক দিয়েছে আমি এসব বিষয়ে লোভী নই।
আগামী ০৫ তারিখ দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে ৩য় বারের মতো এলাকাবাসীর সেবা করার সুযোগ দিন।