কুলাউড়ায় জয়িতা সম্মাননা পেলেন দুই নারী
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৭ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়। এ সময় জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলার শ্রেষ্ঠ দুই নারীকে জয়িতার সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলা নিবাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জয়িতা আরিফা আক্তার ও ববিতা ডিও।
সভাশেষে সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী নারী বরমচাল ইউনিয়নের সিংগুর পুঞ্জির ববিতা ডিও ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ব্রাহ্মণবাজারের আরিফা আক্তারকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।