পাপলুকে নিয়ে সিলেট জেলা যুবদলে অসন্তোষ
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২১, ৫:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
১৯ বছরের নাটকীয়তার অবসান ঘটিয়ে ২০১৯ সালে গঠন করা হয়েছিল সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি। সেই কমিটিতে আহ্বায়ক পদ পান সপরিবারে লন্ডন প্রবাসী সাবেক ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান পাপলু। তবে সংগঠনের কোনো কার্যক্রমেই তার দেখা মেলে না। এ নিয়ে যুবদলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে অসন্তোষ।
নেতাকর্মীদের অভিযোগ, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের পর ২৫ মাস পার হয়ে গেছে। এর মধ্যে ১৯ মাসই লন্ডনে ছিলেন পাপলু। মাঝেমধ্যে দেশে আসলেও দলীয় কোনো কার্যক্রমে অংশ নেন না, ব্যক্তিগত প্রয়োজন ফুরিয়ে গেলেই আবার লন্ডন পাড়ি জমান তিনি। এ নিয়ে ক্ষুব্ধ জেলা যুবদলের নেতাকর্মীরা।
সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ জানান, দুই বছরের বেশি সময় ধরে তিনি একাই সংগঠনকে টেনে এনেছেন। বর্তমানে দেশে থাকলেও সবশেষ গত সপ্তাহে সিলেট বিভাগীয় বিএনপির কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান পাপলু। তার অনুপস্থিতি হাইকমান্ডের সামনে জেলার সিনিয়র নেতাদের বিব্রত করেছে। যুবদলের অধিকাংশ নেতাকর্মীই পাপলুকে কমিটিতে চাননি। এ নিয়ে সংগঠনের ভেতরে দ্বন্দ্ব চলছে।
ডেইলি বাংলাদেশ