লাখাইয়ে ইউপি নির্বাচনে ৩৫৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২১, ৫:০৯ অপরাহ্ণ
সূর্য্য রায় লাখাই প্রতিনিধিঃ
লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৩৫৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্ব স্ব ইউনিয়নের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে উপজেলার ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা নির্বাচনী প্রতীক বরাদ্দ পান। একই প্রতীক পছন্দকারী একাধিক প্রার্থীদের লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
রিটার্নিং অফিসারদের কার্যালয়ের প্রাপ্ত তথ্য মতে ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ৮৩ জন ও ২৪০ জন সাধারণ সদস্যের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তন্মধ্যে ১ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলার ১ নং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে প্রতীক পেয়েছেন ৪ জন। তারা হলেন- এনায়েত হোসেন (নৌকা ), আরিফ আহমেদ রুপন (ঘোড়া ), শরিফ উদ্দিন তালুকদার (আনারস ), মোঃ ছাদির মিয়া (মোটরসাইকেল)।
২ নং মোড়াকরি ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন -মাহফুজুর রহমান( নৌকা) আবুল কাসেম মোল্লা ফয়সল (মোটরসাইকেল ), সালাউদ্দিন সুমন (চশমা ),মোঃ জাহিদুল ইসলাম ( অটোরিকশা ), শফিকুল আলম গোলাপ ( আনারস),মাহমুদুল হাসান(ঘোড়া) ।
৩ নং মুড়িয়াউক ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন – আজিজুল হক রনক(নৌকা) মাসুক মিয়া (চশমা) , নোমান সরোয়ার জনি (আনারস) হাজী মুখলিছুর রহমান (টেলিফোন ), মোঃ কাজল মিয়া (মোটরসাইকেল ), নুরুজ্জামান মোল্লা (ঘোড়া ), হাজী জানে আলম ( অটোরিকশা )।
৪ নং বামৈ ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতীক পেয়েছে। তারা হলেন – শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল( নৌকা) , এনামূল হক মামুন (টেবিলফ্যান) , মুর্শেদ কামাল (মোটরসাইকেল) , আমজাদ হোসেন ফুরুক (ঘোড়া) , খসরু নোমান (আনারস)।
৫ নং করাব ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন- আব্দুল কুদ্দুছ (নৌকা) , আব্দুল হাই কামাল ( ঘোড়া), মহিউদ্দিন আহমেদ (আনারস) , মোঃ বাদশা মিয়া (মোটরসাইকেল ), কামরুল ইসলাম (চশমা)।
৬ নং বুল্লা ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন – এডভোকেট খোকন চন্দ্র গোপ( নৌকা), জাহারুল ইসলাম তাউছ (মোটরসাইকেল), শেখ মুর্শেদ কামাল (চশমা ) অমূল্য রায় (আনারস), ইয়ার হোসেন ( টেলিফোন ) , আরিফুল ইসলাম ( ঘোড়া)।