সিলেটের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের সভাপতি হলেন বালাগঞ্জের কৃতিসন্তান রফিকুল আলম
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:০১,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০২১
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের কাজীপুর গ্রামের কৃতিসন্তান বোয়ালজুর বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সিলেট রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. রফিকুল আলম বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সিলেট জেলার সভাপতি হয়েছেন।
তাঁকে সভাপতি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলের মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কমিটির সভাপতি নৃগেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বাবুল এর স্বাক্ষরিত গতকাল সোমবার (০৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটিতে মো. রফিকুল আলমকে সভাপতি করা হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের লক্ষ্যমাত্রা হিসেবে গুনগত শিক্ষা নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রনয়নের লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ তিন দফা দাবি জানিয়ে প্রতিষ্ঠান প্রধানরা সরকারের দৃষ্টি আকর্ষনের লক্ষ্যে নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছেন। প্রতিষ্ঠান প্রধানদের দাবীগুলো হলো:
১. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সরকারি স্কুলের প্রধানদের মত জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে বেতন উন্নীতকরণ।
২. স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মত পূর্ণাঙ্গ উৎসবভাতা প্রদান।
৩. প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের চাকরি জীবনে দুইটি উচ্চতর গ্রেড প্রাপ্তির সুস্পষ্ট ঘোষণা দেয়া।