মৌলভীবাজার থেকে অপহৃত স্কুলছাত্রী কিশোরগঞ্জ থেকে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২১, ২:৪২ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার ৯ম শ্রেণির এক ছাত্রী (১৫) কে স্কুলের সামন থেকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ নভেম্বর দুপুরে স্কুলের সামন থেকে ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায় সদর উপজেলার বনানী টিভি হাসপাতাল রোডের ফজলু মিয়ার পুত্র সাইফুল ইসলাম ফুয়াদ (২০)।
এ ঘটনায় ভুক্তভোগীর মা শামীমা আক্তার বাদী হয়ে অপহরণকারী সাইফুল ইসলাম ফুয়াদ (২০), ফজলু মিয়া, রিনা বেগম, এমাদ মিয়াদের আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে- সাইফুল ইসলাম ফুয়াদ (২০) ভিকটিমকে স্কুলে আসা যাওয়ার পথে যৌন হয়রানী করতো। এক পর্যায়ে ঐ ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ সময় পুলিশের সহযোগীতায় তাকে উদ্ধার করলেও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেই ভিকটিমকে তার পিতা-মাতার জিম্মায় দেওয়া হয়।
একই ভাবে গত ২৯ নভেম্বর দুপুরে স্কুলের সামন থেকে তাকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এবং একাধিক গোপন ভিডিও ধারণ করে। ৬ ডিসেম্বর মৌলভীবাজার মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অপহরণ কারী সাইফুল ইসলাম ফুয়াদসহ ভিকটিমকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভিকটিম ও অপহরণকারী থানায় রয়েছে।
এ ব্যপারে জানতে চাইলে এসআই ফুলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সাইফুল ইসলাম ফুয়াদসহ ভিকটিমকে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান- ভিকটিম এর মায়ের লিখিত অভিযোগ এবং সাইফুল ইসলাম ফুয়াদ এর পরিবারের পক্ষ থেকে ছেলেটি নিখোঁজ হিসাবে থানায় সাধারণ ডায়েরী করা হয়ে ছিল। এই সুত্র ধরেই তাকে উদ্ধার করা হয়েছে।
মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন,উভয় পরিবারকে নিয়ে আলোচনা চলছে।