লাখাইয়ে ১৩ চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২১, ১২:১১ পূর্বাহ্ণ
সূর্য্য রায়, লাখাই:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাখাই উপজেলার ছয়টি ইউনিয়নের ১৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী ও ১১ জন সাধারণ সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ সোমবার (৬ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৫ জন, মোড়াকরি ইউনিয়নে ১ জন, বামৈ ইউনিয়নে ১ জন, মুড়িয়াউক ইউনিয়নে ২ জন, করাব ইউনিয়নে ৩ জন, বুল্লা ইউনিয়নে ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এখন পর্যন্ত ৩৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে ২৭ জন স্বতন্ত্র প্রার্থী ।
এদিকে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নের ১১ জন সাধারণ সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ১নং লাখাই ইউনিয়ন কেউ সাধারণ সদস্য পদে প্রত্যাহার করেনি।
উপজেলার স্ব স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ইকরামুল মজিদ চৌধুরী শাকিল (করাব ইউপি), জুয়েল রানা ( করাব ইউপি), মাহবুব উদ্দিন (করাব ইউপি ), এডঃ মোশারফ হোসেন শিপন (বুল্লা ইউপি), রফিকুল ইসলাম মলাই (মুড়িয়াউক ইউপি), জহুরুল ইসলাম (মুড়িয়াউক ইউপি), এনামুল হক চৌধুরী (লাখাই ইউপি),জুলহাস মিয়া (লাখাই ইউপি), নিলুফা ইয়াসমিন কলি (লাখাই ইউপি) সোহেল রানা (লাখাই ইউপি), মোহাম্মদ হোসাইন (লাখাই ইউপি), শামছুল ইসলাম(মোড়াকরি ইউপি), মামুন অর রশিদ (বামৈ ইউপি) মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।