শ্রীমঙ্গলের ৯ ইউনিয়নে আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী ঘোষনা
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২১, ৭:৫০ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদে আ’লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নে অপূর্ব দেব, ২ নং ভুনবীর ইউনিয়নে মো. আব্দুর রশীদ. ৩ নং সদর ইউনিয়নে মো. আবু তালেব বাদশা, ৪ নং সিন্দুরখান ইউনিয়নে মো. আব্দুল্লা আল হেলাল, ৫ নং কালাপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, ৬ নং আশিদ্রোন ইউনিয়নে রনেন্দ্র প্রসাদ বর্ধন, ৭ নং রাজঘাট ইউনিয়নে বিজয় বুনার্জী, ৮নং কালিঘাট ইউনিয়নে প্রাণেশ গোয়ালা ও ৯ নং সাতগাঁও ইউনিয়নে দেবাশিষ দেবসহ ৯টি ইউনিয়নে দলীয় প্রার্থী নির্ধারণ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচনী মনোনয়ন বোর্ড।
সোমবার ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।