সিলেটে ছাত্রদল নেতা ফাহিম কারাগারে
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২১, ৪:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
ছাত্রদলের সিলেট মহানগর শাখার যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুমকে গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ। গত শনিবার রাতে শাহপরাণ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ূম চৌধুরী।
তিনি বলেন, ছাত্রদল নেতা ফাহিম রহমান মৌসুমের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে নিলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।