শীতের পোশাকে পুরুষদের লুর্কস নিয়ে রানওয়ে ম্যানিয়াক মডেলরা
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২১, ১০:৫৮ অপরাহ্ণ
বিনোদন রিপোর্টার:
করোনার কারণে এবারের শীত জুড়েই থাকবে ক্যাজুয়াল মুড। তারপরও কিছু পোশাক শীতে সবাই পরতে চায়। ডিজাইনারদেরও থাকে পরামর্শ।
ঝুপ করে সন্ধ্যা নামার মতো মাঝ হেমন্তেই শীত পরশ বোলাতে শুরু করেছে। গুছিয়ে ওঠার আগেই যেন ঠান্ডার হানা। অতএব অবহেলা করা যাবে না। রয়েছে করোনার উপস্থিতি। তাই পোশাক নিয়ে মাথা ঘামাতেই হবে। কিন্তু তাই বলে ট্রেন্ডকে উপেক্ষা করে নয়। রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সী মডেল রা নতুন কিছু লুর্কস ও পোশাকে মডেল দের দিয়ে করা এই বারের ফটোশুট।
তাই কী পরা যায় এই শীতে? প্রশ্নটা অবশ্যই ঘুরপাক খাচ্ছে সবার মনেই। যদিও ডিজাইনাররা সেই কবে, জানিয়ে দিয়েছেন কী পরবেন আপনি এই শীতে। তা হয়তো মনে নেই আমাদের। এ জন্যই জানিয়ে দেওয়া যাক কী হতে পারে ট্রেন্ডি আবার করোনা শীতনিরোধক পোশাক।
আমাদের দেশে শীত পড়ে কম। এবার বন্যার বছর। তাই একটু বেশি পড়ার আশঙ্কা। অবশ্য কমই হোক আর বেশি, ছেলেদের মধ্যে চামড়ার জ্যাকেট-প্যান্ট পরার ট্রেন্ড লক্ষ করা যায়। এটা সবাই যে পরে, তাও নয়। তবে এই শীতে কিন্তু লেদার ইনট্রেন্ড। নানা ধরনের কাট আর প্যাটার্নের লেদার ট্রাউজার, কোট, ট্রেঞ্চকোট, জ্যাকেট বেশ চলবে। এগুলো কোনোটা রেগুলার ফিট, আবার কোনোটা স্লিম ফিট।
এবারের শীতে সেটা পুনরায় দৃশ্যমান হবে। এমনকি যথেষ্ট ঢিলেঢালা বা ওভারসাইজড পোশাক এই শীতে থাকবে বিশেষভাবে। অনেকেরই হয়তো মনে পড়ে যাবে আশির দশকের কথা। তখন বেশ ঢিলেঢালা পোশাক পরা হতো। ফ্যাশনের আবর্তনে আবার ফিরছে অতীত স্মৃতি সজীব করতে।
এজেন্সী: রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সী।
আয়োজক: এইচ ডি ইমন।
ছবি: জুবেল চৌধুরী।
মেকাপ- আর্টিষ্ট: রিজান আহমদ রুমেল।
ডিজাইনার: কামরুল হাসান।
মডেল: কামরুল,আল-আমিন,কাজী কামরুল,আদী,জয়ন্ত, আলমগীর,আহাদ,জেরাল্ড।
ফেসবুক পেজ: https://www.facebook.com/Runway.Maniac/