সিলেটে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু, দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২১, ১০:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাজপাট হেলিরাই গ্রামের নামাজের সময় ইমামতিতে সিজদারত অবস্থায় এক ইমাম মৃত্যুবরণ করেছেন।
স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিদিনের ন্যায় উপজেলার নিজপাট ইউনিয়নের হেলিরাই গ্রামের বাসিন্ধা খরিলহাট মাদ্রাসার শিক্ষক মাওলানা আতিকুর রহমানের ছোট ভাই মাওলানা শুয়াইবুর রহমান শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত এশার নামাজ শুরু করেন। ২য় রাকাতের সেজদাও দেন তিনি। এসময় তিনি সেজদা থেকে না উঠায় এবং সময় বেশি অতিক্রম করায় মুসল্লিরা লক্ষ্য করেন ইমাম সাহেব নড়াচড়া করছেন না। তারা নামাজ ভেঙে দেখেন সেজদারত অবস্থায় ইমাম সাহেব মৃত্যুবরণ করেন।
রবিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় হেলিরাই মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মসজিদ প্রাঙ্গণে মাওলানা শুয়াইবুর রহমানের দাফন সম্পন্ন করা হয়।