শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২১, ১১:৪৫ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সিলেট, নিরজ কুমার জয়সোয়াল শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরির্দশন করেছেন। শুক্রবার দুপুরে সস্ত্রীক বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শনে আসেন।
এসময় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক স্বপন দেব সজল ভারতীয় সহকারী হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তিনি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে থাকা বিভিন্ন বন্যপ্রাণীগুলো পরিদর্শন করেন। সহকারী হাই কমিশনার বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃক বন্যপ্রাণী রক্ষায় বিভিন্ন বিষয়ে অবগত হন।
সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সোয়াল বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা এবং বন্যপ্রাণী রক্ষায় অবদান রাখায় সিতেশ রঞ্জন দেব এর ভূয়সী প্রশংসা করেন।