সিন্দুরখাঁন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মুরাদ আহমেদ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২১, ১০:১২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
আসন্ন ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো.মুরাদ আহমেদ চৌধুরী এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ ডিসেম্বর)রাত ৮ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি জলিল আহমেদ। মতবিনিময় সভায় অত্র এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মুরাদ আহমেদ চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করে আসছি। নিজের সাধ্যমত এলাকার হত-দরিদ্র মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে যদি আমি নির্বাচিত হই তাহলে আমার ৮নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড গঠন করতে সক্ষম হবো। ৮নং ওয়ার্ডের তরুণরাই আমার শক্তির উৎস। আমার ৮নং ওয়ার্ডবাসী আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করলে আমি ৫ম ধাপের ইউপি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করি। তিনি আরও বলেন আজ আপনাদের উপস্থিতিই বলে দেয় আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন। আপনারা আমাকে ভোট দিন এটা আমি বলবোনা তবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে আপনারা ০৫ জানুয়ারি আপনারা ভোটে জয়যুক্ত করবেন।