বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২১, ৯:০৪ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখা চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমারকে সংবর্ধানা দেয়া হয়েছে। তিনি ঢাকা জজ কোর্টে সহকারী জজ হিসেবে বদলি হয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে বড়লেখা চৌকি আদালতের আইনজীবীরা এই সংবর্ধনার আয়োজন করেন।
৩ বছরেরও অধিক সময় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও আদালতের আইনজীবী বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তিতে আদালতকে অসামান্য সহযোগিতা করেছেন। জরাজীর্ণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ আদালত ভবনে পেশাগত দায়িত্ব পালন করেছেন।
এখানে নতুন ভবন নির্মাণের, আইনজীবী, আইনজীবি সহকারি ও কোর্ট পুলিশসহ আদালত স্টাফদের পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষ বরাবরে তিনি একাধিক আবেদন-নিবেদন করে গেছেন। তিনি বিশ্বাস করেন দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বড়লেখা চৌকি আদালতে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভবন নির্মাণের উদ্যোগ নেবেন।
আদালতের এপিপি গোপাল দত্তের সভাপতিত্বে ও আইনজীবী হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইনজীবী ইয়াছিন আলী, আইনজীবী শৈলেশ চন্দ্র রায়, আইনজীবী আফজল হোসেন, আইনজীবী সুব্রত কুমার দত্ত, কোর্ট সাব-ইন্সপেক্টর পিজুষ কান্তি দাস, সাংবাদিক আব্দুর রব।