কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২১, ৫:৩৪ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কুলাউড়া উপজেলার ছকাপন রেলগেটে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে। কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ শুক্রবার লাশটির ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
রেল পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছকাপন রেলগেট এলাকায় অজ্ঞাত এক যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা কুলাউড়া রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে।
কুলাউড়া রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।