ফুটপাত দখল, অবৈধ পার্কিং আর সংস্কার কাজে জ্যামের শহর সিলেট!
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২১, ১১:১৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই সিলেট নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। হকারদের ফুটপাত দখল আর অবৈধ গাড়ি পাকিংয়ের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগিদের বক্তব্য।
এছাড়াও বিভিন্ন সড়কে সিলেট সিটি করপোরেশনের সংস্কার কাজের জন্য যখন তখন যানজট লেগে যায়।
সন্ধ্যা ৭টার দিকে দেখা যায়- নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, তালতলা, চৌহাট্টা, পূর্ব ও পশ্চিম জিন্দাবাজার, বারুতখানা, জেলরোড, মিরাবাজার, শিবগঞ্জ ও সোবহানীঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট লেগে রয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছেন রোগীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বেরনো মানুষজন।
এদিকে, অনেক পয়েন্টে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। ফলে যানজটের সময় দীর্ঘ হচ্ছে ভুক্তভোগিদের অভিযোগ। এ অবস্থায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন নিজ উদ্যোগে রাস্তার যানজট নিরসনে উদ্যোগী হন। কিন্তু এ রিপোর্ট লেখা (সন্ধ্যা সাড়ে ৭টা) পর্যন্ত জিন্দাবাজারসহ বিভিন্ন সড়কে তীব্র যানজট লেগে থাকতে দেখা যায়।
এ বিষয়ে কথা বলতে সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদকে মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।-সিলেটভিউ