মৌলভীবাজারে পানি বাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২১, ৫:৪৯ অপরাহ্ণ
মৌলভীবাজারে চারদিন ব্যাপী কোভিড-১৯সহ পানিবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার সদর উপজেলার আয়োজনে ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর মৌলভীবাজারের ব্যস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালা সাটিফিকেট বিতরণের মধ্যে দিয়ে সমাপনী হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, উপজেলা কর্মকর্তা সাবরিনা রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা রহমান সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালায় শিক্ষক,এনজিও কর্মকর্তা, সাংবাদিক,ছাত্র বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দূষিত পানি ও অপরিচ্ছন্নতার কারণে এ রোগ হয় তাই কষ্ট করে হলেও বিশুদ্ধ পানি পান করতে হবে। প্রতিকূল পরিবেশ ও অন্য কিছু কারণে সব জায়গার পানি ফোটানো সম্ভব হয় না। সেসব জায়গায় পানি বিশুদ্ধকরণ বড়ি ব্যবহার করা যেতে পারে। আরও সহজভাবে পানি বিশুদ্ধ করতে চাইলে পানি পরিশোধকযন্ত্র ব্যবহার করতে পারেন এ বিষয়ে সবাইকে সচেতনা করা হয়।