সিলেটে বাসা দখল নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২১, ৪:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি বাসার দখল নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রায়হান মিয়া নামে এক আওয়ামীলীগ নেতা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ ডিসেম্বর সকালে) নগরী শাহী ঈদগার হাজারাবীগ পাড়া এলাকার ৯ নং বাসার দখল নিয়ে এ ঘটনা ঘটে। রায়হান ও স্বপন-লিমন উভয় পক্ষ নিকট আত্বীয় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজারাবীগ পাড়া এলাকার ৯ নং বাসার দখল নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে হঠাৎ করে বাসার দখল নিতে একদল দুর্বত্ত হামলা চালায় এতে রায়হান মিয়া একজন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।তাছাড়া হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চলছে।