এক নারীর কাছে হারলেন ছয় পুরুষ
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২১, ১০:২৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বগুড়ার ধুনটে নির্বাচনে ছয় পুরুষের সঙ্গে লড়ে অবশেষে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোনিতা নাসরিন। রোববার উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৬৯৩ ভোটে হারিয়ে চেয়ারম্যান হিসেবে জয়ী হন তিনি।
নৌকা প্রতীকে সোনিতা নাসরিন পেয়েছেন ৫ হাজার ৪৮০ ভোট। অটোরিকশা প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুহুল আমীন মাসুদ পেয়েছেন ৪ হাজার ৭৮৭ ভোট।
তৃতীয় ধাপের এ ইউপি নির্বাচনে বগুড়া জেলার ৪৭টি ইউনিয়নের মধ্যে সোনিতা নাসরিন ছিলেন একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সোনিতা নাসরিন নিমগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপনের স্ত্রী।
জানা গেছে, নিমগাছি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সোনিতা নাসরিনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্তমান চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) আজাহার আলী পাইকাড় (ঘোড়া প্রতীক), ইউনিয়ন বিএনপির সভাপতি আলেক উদ্দিন মণ্ডল (দুই পাতা প্রতীক), নবাব আলী মণ্ডল (চশমা প্রতীক), রুহুল আমিন মাসুদ (অটোরিকশা প্রতীক), জহুরুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) ও শাহাদত হোসেন (আনারস প্রতীক)।