সিলেট চেম্বারে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক নির্বাচিত হলেন ৪ জন
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২১, ৫:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বিনা প্রতিদ্বন্দ্বীতায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের ২০২২-২০২৩ সাল মেয়াদে পরিচালক নির্বাচিত হয়েছেন ৪ জন।
সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চেম্বার হলরুমে নির্বাচন পরিচালনা বোর্ড আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার জলিল এমন তথ্য নিশ্চিত করেন।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন-ট্রেড গ্রুপ থেকে আবু তাহের মো: শোয়েব, মো: হিজকিল গুলজার, মো: আতিক হোসেন এবং টাউন এসোসিয়েশন শ্রেণি থেকে আমিনুর রহমান।
এই দুই শ্রেণিতে প্রতিদ্বন্দ্বীতাকারী আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড তাদেরকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।
উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর শনিবার নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
আগামী ২০ ডিসেম্বর নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।