সিলেটে জাল ভোট দিতে গিয়ে মা-মেয়ে আটক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২১, ৭:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমার ৫নং সিলাম ইউনিয়নের ৮৬নং হযরত শাহ তৈয়ব (র:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে সীল মারা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় জাল ভোট দিতে আসা এক তরুণী ও তার মা কে পুলিশ আটক করেছে। রবিবার (২৮ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে।
আধঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেয় পুলিশ। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ওই ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলতে থাকে ভোট গ্রহণ।
চশমার প্রার্থী আত্তর আলী অভিযোগ করেন সিলাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হয়রত শাহ তৈয়ব (র:) সরকরী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র জালভোটের ছড়াছড়ি চলছে।
তিনি বলেন, জোরপূর্বক কেন্দ্রে নৌকার লোকজন ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারা শুরু করে। এসময় আমার এজেন্ট প্রিসাইডিং অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ করলে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়।