সিলেটে নাতির কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধা
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে নাতির কোলে চড়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন শতবর্ষী বৃদ্ধা রেনু বেগম। রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলার কলাবাগান এলাকার নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।
মৌলিক দায়িত্ব থেকে অসুস্থবস্তায় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বলে আলাপকালে তিনি জানান।
এদিকে সিলেট জেলার ১৬টি ইউনিয়নে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ। বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেট জেলার তিনটি উপজেলায় ১৬টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এগুলো হলো- দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন।
জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়ন ও গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি, তোয়াকুল, নন্দিরগাঁও, ফতেহপুর, লেংগুড়া ও রুস্তমপুর ইউনিয়ন।
এছাড়াও ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স।