ভোটের আগেই মেম্বার প্রার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২১, ১১:০০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ভোটের মাত্র ১২ ঘণ্টা আগে মারা গেছেন কুষ্টিয়ার দৌলতপুর ইউনিয়নের এক সংরক্ষিত সদস্য প্রার্থী। শনিবার রাত ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
মৃতের নাম ফিরোজা খাতুন। ৫০ বছর বয়সী ফিরোজা দৌলতপুর ইউনিয়নের গপিনাথপুর গ্রামের তোফান উদ্দিনের স্ত্রী। তিনি বক প্রতীক নিয়ে ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ছিলেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন ফিরোজা। নির্বাচনী প্রচারের সময় শনিবার বিকেল ৪টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আনা হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ হলে বাড়ি চলে যান। রাতে ফের অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে আনা হয়। তখন তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান বলেন, ফিরোজা খাতুনের মৃত্যুর কারণে সেখানে নির্বাচন স্থগিত হবে না। স্বাভাবিক নিয়মেই ভোটগ্রহণ হবে।