বাকি না দেওয়ায় সিলেটে সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাত
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২১, ২:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বাকিতে সবজি না দেওয়ায় সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করলেন ক্রেতা। ঘটনাটি ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে।
আহত সবজি ব্যবসায়ী উপজেলার ইসলামপুর গ্রামের আরিজ মিয়ার ছেলে আপন মিয়া (২৪)। বুধবার (২৪ নভেম্বর) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টায় সবজি বিক্রি করছিলেন সবজি ব্যবসায়ী আপন মিয়া। বাকিতে সবজি ক্রয় করতে আসেন স্থানীয় জসিম মিয়া। বাকিতে সবজি ক্রয়-বিক্রয় নিয়ে উভয়পক্ষের কথা-কাটাকাটির এক পর্যায়ে ক্রেতা সবজি বিক্রেতাকে কিল-ঘুষি মাড়তে থাকে। সে সময় পাশে থাকা ক্রেতা জসিমের ভাগ্না মাদক সেবী নওশার আলী ডন সহ ৫/৬ জন এগিয়ে আসলে জসিম আরও মারমুখী হয়ে ওঠে। একপর্যায়ে সবজি ব্যবসায়ী আপন মিয়াকে ধারালো ছুড়ি দিয়ে ঘা মাড়েন ক্রেতা জসিম মিয়া এবং তাঁর সহযোগিদের উপর্যপূরি হামলা ও জসিমের ছুরিকাঘাতে রক্তাক্ত আপন মিয়া চিৎকার শুরু করলে প্রত্যক্ষদর্শী কয়েকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফয়েজ আহম্মদ জানান, বুধবার রাতে আহত আপনের চাচাতো ভাই কাওসার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা রজ্জু করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।