বালাগঞ্জে নৌকার ভরাডুবি : বিজয়ী দুই নৌকা, চার স্বতন্ত্র
প্রকাশিত হয়েছে : ১০:১১:৪১,অপরাহ্ন ১২ নভেম্বর ২০২১
স্টাফ রিপোর্টার:
সিলেটের বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা একটানা চলে ভোটগ্রহণ। রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এতে ছয় ইউপির মধ্যে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা।
১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নে নৌকার প্রার্থী শিহাব উদ্দিন আ’লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিনকে (ঘোড়া)হারিয়ে বিজয়ী হয়েছেন।
২নং বোয়ালজুড় ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনহার মিয়া স্বতন্ত্র প্রার্থী মানিক মিয়াকে (ঘোড়া) হারিয়ে পূণরায় বিজয়ী হয়েছেন।
৩নং দেওয়ানবাজার ইউনিয়নে নৌকার প্রার্থী সহুল এ মুনিমকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা নাজমুল আলম ঘোড়া প্রতীক নিয়ে পূণরায় বিজয়ী হয়েছেন।
৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম মধুকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান মাখন বিজয়ী হয়েছেন।
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নের নৌকার প্রার্থী মো: জুনেদ মিয়াকে হারিয়ে মো: আব্দুল মুনিম বর্তমান চেয়ারম্যান আনারস প্রতিক নিয়ে পূণরায় বিজয়ী হয়েছেন।
৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এম মুজিবুর রহমান মুজিব আনারস প্রতিক নিয়ে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান হিমাংশু দাসকে হারিয়ে বিজয়ী হয়েছেন।