‘ভোটের হিসেব-নিকেশ, প্রচারণা ও সমর্থনে এগিয়ে লিলু মিয়া’
প্রকাশিত হয়েছে : ১১:৪০:০৫,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০২১
স্টাফ রিপোর্টার:
নির্বাচনের আর মাত্র বাকি ছয় দিন। আগামী ১১ই নভেম্বর বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যানদের মতো ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থীরা ছাড় দিতে রাজি নন কেউ কাউকে। বালাগঞ্জ সদর ইউনিয়নে মেম্বার প্রার্থীরা মাঠ ছাড়ছেন না কেউই। সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড (বাবরকপুর, চরভুয়া ভট্রপাতন, ভট্রপাতন, হোসেনপুর, হাসামপুর, কালিগঞ্জ) নিয়ে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারমধ্যে প্রচারে ও সমর্থনে এগিয়ে আছেন ফুটবল প্রতীকে লিলু মিয়া।
প্রতীক পাবার সঙ্গে-সঙ্গেই জমে উঠছে নির্বাচনী আমেজ। প্রচার-প্রচারণা ও ভোট প্রার্থনায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করলেও নির্বাচনের মাঠে সাড়া মিলছে লিলু মিয়ার।
ভোটাররা এখন আলোচনায় মোজেছেন কে বিজয়ী হবেন ফুটবল প্রতীকের প্রার্থী লিলু মিয়া প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন এবং তার কর্মীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোট প্রার্থনায় অবিরাম গতিতে ছুটে চলেছেন। পাড়া-মহল্লায় চায়ের দোকান থেকে শুরু করে অফিস পাড়ায় চলছে ভোটের হিসেবে-নিকাশ। এ সমস্ত প্রচার-প্রচারনা, আলোচনা-সমালোচনা আর সাধারণ ভোটারদের মতামতে বোঝা যায়, প্রার্থীদের মধ্যে তুমূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে অনেকেই ফুটবল প্রতীকের প্রার্থীকে কিছুটা এগিয়ে রাখছেন। কারণ ফুটবল প্রতীকের প্রার্থী লিলু মিয়া সামাজিক, রাজনৈতিক, সহজ সরল উন্নয়ন প্রেমিক হাস্যজ্জ্বল মানুষ।